অজ্ঞাত লাশ

চারদিকে প্রচন্ড উত্তাপ,
কোথাও কোন ছায়া নেই
সূর্যের উত্তাপে জর্জরিত দেহ,
মনের উত্তাপ বুঝ কি?
বুঝতেই যদি তবে স্হির হতে,
লাশ হতোনা শিশু।
মনের মাঝে মায়া থাকলে,
শীতলতার পরশ থাকলে
শত্রুতা হতোনা শিশু হত্যার ইস্যু।
সূর্যের তাপ কমবে হয়ত,
বর্ষায় লাগিয়ে গাছ।
মনের উত্তাপ কমবে কিসে
হৃদয়ে কবে হবে বন্ধু
বিবেকের বসবাস?
আর কত নৃশংসতা,অজ্ঞাত লাশের মিছিল
পথে প্রান্তরে আর কত লাঞ্চনা?
কবে হবে জাগ্রত হৃদয়,
আর অন্যায়ের অবসান।
কবে দেবে ব্যারিকেড প্রতিহিংসার দ্বারে,
নাকি শুধু দেখবো চেয়ে লাশের সারি আর
পথে প্রান্তরে শুধু মানুষ মরে,
কারণে বা অকারণে।
হোক প্রতিবাদ,তোল আওয়াজ
শান্তিকামী জনতা।
দেশের শত্রু,দশের শত্রু
ঠাঁই হবেনা সমাজে।
আওয়াজ তোল,দাও হুংকার
ছড়াও বার্তা শান্তির।
খুনি কিংবা অপরাধী নয়,
নিরীহ হলেও বিবেকবান যারা
তারাই সাহসী,তারাই বীর।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top