অনুভূতি

যতোবার মুখের ভাষায় কথা হয়েছে
তার চাইতে ঢের বেশি কথা হতো মনের ভাষায়।
ইথারের দু’প্রান্তে থাকা দুটি মানুষ
 নিশ্চুপ থেকেও বলা হয়ে যেতো হাজারো কথা।
সারাদিন নানান কাজের মাঝে
খুঁজে পেতো অদৃশ্য তার উপস্থিতি।
কতো অভিমান,কতো অনুযোগ
ছিলো কতো অকারণে অভিযোগ
তবুও মানুষ দুজনের ছিলো
ভাষাহীন ভালোবাসার এক বিশাল জগত।
ছিলো না বলা এক অদৃশ্য টান
দু’জনেই তাদের আলোর শহরে
উজ্জ্বল উচ্ছলতায় পরিপূর্ণ
কিন্তু একলা আঁধারে?
যেখানে নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়
মনের মাঝে পাওয়া যায় অপরজনের উপস্থিতি
ঠিক সেই খানে তারা কেবল একে অপরের
দুজন ভালোবাসার কাঙাল।

লেখাঃ আয়েশা নাহার হোসেন 

Scroll to Top