অনুরাগ

গোলাপি আলোয় মুকুলিত হৃদয় বিচ্ছেদের কামিজে আবৃত।
মৃদঙ্গ বাজে অপরাহ্ণকালীন অবকাশে,
মেঘাবৃত ঘূর্ণি জলধির বুকে দুলে আর প্রকম্পিত বজ্রে বিদ্যুৎচমকায়।
তবুও নিয়ন আলোয় ঝলমল উর্বী তারকাময়ী হয়ে উঠে।
কাননে কুসুমিত পরাগরেনুর হাস্যজ্জল অবয়ব দেখে তুমিও হাসবে।
লতায় পাতায় আজন্ম সোহাগে পুস্পের অনুরাগ।
ওহে আবৃত কুঁড়ি
কন্টকপথ তীর্ণ করো, সার্থক করো সিক্তকরণ।
 

লেখাঃ খাদিজা শিরিন

Scroll to Top