আন্তর্জাতিক নারী দিবস

এ এবারের প্রতিপাদ্য নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন।
প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়আন্তর্জাতিক নারী দিবস‘। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল বৈষম্য কমানো, সেই সঙ্গে তাঁদের সম্মান জানানো। সমাজে তাঁরা যেন কখনোও অবহেলিত না হয় সেদিকে লক্ষ্য রাখা। প্রতিটি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এক বিশেষ দিন এই ৮ মার্চ।
যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের হাত ধরেই ১৮৫৭ সালে সূচনা ঘটে নারী দিবসের। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কয়েকজন সাহসী নারী এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। প্রায় ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন।নারীর অধিকার রক্ষার আন্দোলন করেছিলেন তারা। ফলে বিশ্বব্যাপী প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। তাই ১৯৯৬ সাল থেকে জাতিসংঘ প্রতি বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করে আসছে। যুক্তরাষ্ট্র প্রথমবার নারী দিবস পালন করে ১৯৭৫ সালে। ১৯৭৭ সালে জাতিসংঘ সদস্য দেশকে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির লক্ষ্যে দিবসটি উদযাপনের আহ্বান জানানোর পর থেকে ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি।
Scroll to Top