শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে চাই
তুমি নিরবতা হও আমার,
হারাতে চাই মেঘের রাজ্যে
তুমি কোমলতা হও স্বপ্নের,
পৃথিবীর বুকে আবাদ করবো প্রেমের
তুমি ভিটেমাটি হয়ে যাও আবেগের।
ভেঙে চুরমার হোক বুকের পাঁজর,
তুমি হাঁতুড়ি হও ভালোবাসার।
উথালপাথাল প্রেমে পড়ি চল
হারিয়ে সব সম্বিত,
যেন নেই কেউ পৃথিবীতে আর
হাওয়ায় ভাসছে প্রেমাতাল গীত।
চল কালবৈশাখী ঝড় হই
তুমি আমি দুজনে,
যেন স্মরণে না আসে
কোথা হতে কি হলো,
কি ছিলো হৃদয় মিলনে।
চল মিশে যায় বাষ্পে
ধরাছোঁয়া না যায় যেন
শতচেষ্টা আর অপেক্ষায়,
চল উদ্দাম ভালোবাসি
আমি, তুমি দুজনায়।
লেখাঃ আঁখি বিনতে আলম