আর্তচিৎকার

শুনতে পাচ্ছো????আর্তচিৎকার!!!!
জলজ্যান্ত মানুষের অসহায় আত্মসমর্পন
দেখতে পাচ্ছো???
একটি ঘর বাঁচানোর চেষ্টা থেকে প্রাণ বিসর্জন,
আদরের সন্তানটিকে স্রোতের মাঝে ছেড়ে দেয়া
নিয়তিতে করে ভর,
দেখতে পাচ্ছো???
দুর্যোগ কিংবা প্রলয়
যাই বলি কম হয়।
যার গেছে সেই বুঝে
এ কেমন অসহায় পরাজয়!!!!

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top