দুঃখ কিংবা সুখ
পুরোটাই আমার হোক।
অর্ধেক আবার কি
এক জীবনে পূর্ণতা চাই
যা কিছু আছে বাকি।
যে টুকু সময় চলে গেছে অবহেলায়,
যে টুকু অনুভূতি মিশেছে হাওয়ায়,
যে টুকু জীবন আছে বাকি দুজনার,
চলো মিশে যাই হাতে রেখে হাত
না থাকে যেন ভয় অকালে হারাবার।
চলো হেসে নিই মনখুলে
ভালোবাসি হৃদয়ের দ্বার খুলে,
কিছু খুনসুটি জমা হোক হিসেবের পাতায়
অবসরে খুঁজে নিবো নাহয় স্মৃতি হাতড়ে।
যখন নিথর হবে দেহ বার্ধক্যের ভারে,
তখন নাহয় হারাবো দুজন
স্মৃতির রাজ্যে সকলের অগোচরে।
দেহের বয়স বাড়ুক যত
মনের বয়স ষোলো,
খুনসুটি, হাতাহাতি, ভালোবাসার বাড়াবাড়ি
অভিমান অভিযোগ স্মৃতিতে জমা হোক,
ক্লান্তি ভুলে চোখে রেখে ঐ চোখ
প্রেমে প্রেমে মিশি তবে চলো।
লেখাঃ আঁখি বিনতে আলম