কতো দিন হলো আমার এই জীবন উপভোগ করি না।
ছুঁয়ে দেখি না গ্লাসে সাজিয়ে রাখা রঙের টিউবগুলো।
পরে রয়েছে কবিতা লেখার লাল ডায়রিটাও।
ধুলো জমে গেছে ছবি আঁকার পেন্সিলগুলোই।
বহু শখের রেডিওটা পরে আছে ড্রয়ারের কোণে।
বই মেলা থেকে কেনা নতুন বইগুলো,
পড়ব পড়ব করেও পড়া হয়ে উঠে না।
কালিম্বা নামক বাদ্যযন্ত্রের গুটিয়ে গেছে সুর।
আনন্দের কাজগুলোর ছিটেফোঁটা যেটুকু ছিল বাকি,
জীবনের ব্যস্ততায় সেটুকুও শেষ হবে নাকি ?
নতুন করে কি শুরু করা যায় না ?
আবেগের কাজটাকে পেশা করা যায় না ?
যদি বলি চিত্রকলায় পড়তে চাই ?
জন জীবন সব ভুলে নতুন করে বাঁচতে চাই?
ছোট কালে গান শিখার খুব ইচ্ছা ছিল।
খুব করে চেতাম ছবি আঁকাতে।
কেনো ছোটবেলায় বড় হওয়ার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়?
বলা হয় বড়ো হলে, নিজে শখ নিজে পূরণ করো।
কই বড়ো তো হলাম।
ইচ্ছের তালিকা যে দিনে দিনে ছোট হয়ে গেলো।
বড়দের কাছে কেবল একটাই প্রশ্ন
এ কেমন বিচার বলো ?