কতকাল আর বল!

দিন যায়, ক্ষণ যায় মানুষও হারিয়ে যায়,
রয়ে যায় স্মৃতিটুকু তার;
 
পৃথিবী ছুটে যায়, সময়ও পিছু ধায়;
নিদারুণ ভাবনায়, রাজা যেন হতে চায়,
নেই মনে নীতিবোধ আর।
 
যারা যত বেশি পায়, চায় শুধু আরও চায়,
হয় নাকো কভু চাওয়া শেষ;
পাপে ভরা পাল্লায়, সে কি আর মাপা যায়?
দুনিয়াতে আছে  তারা বেশ৷

আইঢাই আইঢাই আর যেন ঠাঁই নাই,
হারিয়ে পথ তাই, অতলে যে যাচ্ছে ডুবে;
 
কতকাল আর বল, এভাবেই চলবে ??
সত্য এগিয়ে আসবেই আসবে।
 

লেখাঃ খন্দকার লাইবা হক

Scroll to Top