কবিতা

কবিতা আসে
বিষাদের সুর হয়ে।
কবিতা আসে
ঘুমপাড়ানি গান হয়ে।
কবিতা মাঝেমাঝে ছন্দ সাজায়
আমায় চঞ্চল করবে বলে।
কবিতা ভালোবাসে
যেভাবে আমি ভালোবাসি আমায়।
কবিতায় দুলি আমি
যেভাবে শিশু দোল খায় দোলনায়।
কবিতা জড়িয়ে থাকে অনুভূতিতে
যেভাবে জড়ানো দেহের সাথে ত্বক।
কবিতা কথা বলে,
ঝিঁঝিঁ পোকার সুরে কিংবা
শুকনো পাতার ধ্বনির মতো।
কবিতা আসে ফিরে ফিরে
কিশোরির প্রেম কিংবা
হারানো বেদনা হয়ে।
 

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top