কেন আজ ?

কত পাপ আর কত পরমাদ
স্বার্থসিদ্ধিতে বড় উন্মাদ ,
আজ অলংকার পুড়ে হয় খাদ
পৃথ্বীকে করছে বরবাদ |
 
 আজ যেন স্বীয় নন্দনে
অতলে ডুবছে সমমন্দনে,
নেই কোনো ভয় হৃদয়ে-মননে
ভুলে যায় সব; কে পরিবার?
কে ছিল তার বন্ধনে?
 
হতে অকালে নিপাত
এতোই উৎপাত!
শিখছে কেনো মিথ্যের ধারাপাত?
আজকের সমাজ হয়তো তাতেই তুষ্ট,
তাদের বলে কেয়া বাত!
 
কেউ কেঁদে বেড়ায় দুয়ার থেকে দুয়ারে,
 নেই কি একবিন্দু সহানুভূতি অন্তরে?
অথচ করছে বিলাসীতা
কত রকম বাহারে|
 
দুনিয়া ওরা কিনবে নাকি
 মনে বেঁধেছে পাথর,
মানুষের তরে বাঁচতে চায় না
হয় বড়-ই কাতর|
 

লেখাঃ খন্দকার লাইবা হক