চলো ফিরে যায়

চলো নিঃস্ব হয়ে যায়,
ফেলে আসি সর্বস্ব।
খালি পায়ে পা মিলিয়ে
চলো পাড়ি দিই দূর পথ।
চলো ভুলে যায় ঠিকানা
যেখানে বিরহেরা করে উৎসব।
চলো আবার ফিরে যায় শূণ্যে
দুজনার দেখা হয়েছিলো যেখানে,
হারিয়ে ফেলা সেই বোধবুদ্ধিহীন সময়
অপলক চেয়ে থাকার সেই বিস্ময়।
চলো আবার রাখি হাতে হাত নিঃসংকোচে,
যেন না ছুঁয়েও ছুঁয়ে ফেলার সুখ।
চলো ঘুরি হুডখোলা রিকশায় চড়ে,
পাশাপাশি তবুও যেন যোজন যোজন দূর।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top