জল

মৃত্তিকার বুক ফুঁড়ে বড়
সাধ ছিল
পৃথিবী দেখার ,
অঙ্কুরিত চোখ মেলে তাকানোর আগেই
সূর্যের প্রখরতায় পুড়ে
সব ছারখার ।
সে কি অভিশাপ সে কি খরতাপ
এ কি পাপের ফল ?
মার্জনা যাচে সহস্র প্রাণে
দাওনাগো একটু জল !
যে জল প্রাণেকে করবে শীতল ।।
যে জলে ধুয়ে যাবে
মনের কালিমা
বর্ণিল সদা রবের মহিমা
সে জলে করো সিক্ত ,
দুহাত ভরে জল চাই
পৃথিবী যদিও তিক্ত !

লেখাঃ খাদিজা শিরিন

Scroll to Top