তোমার ছায়া হবো

যখন প্রভাতের প্রথম সূর্যকিরণ
ছুঁয়ে দেয় তোমার দীঘল কান্ত অবয়ব
আমার খুব ঈর্ষে হয়,
কোনো জড়তা ছাড়াই
তারা ছুঁতে পারে তোমায়।
 
তুমুল হর্ষে নেমে আসা
বৃষ্টির তীক্ষ্ম ফোটাগুলো যখন
তোমার ঘন কালো চুল বেয়ে, চিবুক ছুঁয়ে
নেমে যায় লোমশ বুকে
আমার ভীষণ কষ্ট হয়।
সব ইচ্ছেগুলোকে এক করে,
ভালোবাসার ছোট্ট ডিঙিটায় ভেসেও
আমি, আমি ছুঁতে পারি না তোমায়।
 
বেপরোয়া দখিনা বাতাস
এলোমেলো করে দেয়
ঘাড় অবধি নেমে আসা তোমার
বাবড়ি দোলানো চুলগুলোকে।
অথচ ওগুলো অবিন্যস্ত হতে পারতো
আমারই আঙুলের ছোঁয়ায়।
ঐ বেহায়া বাতাস
যেভাবে মৃদু ঢেউ তুলে দেয়
তোমার গেরুয়া রঙের শার্টে
আহা! যদি দখিনা বাতাস হতাম!
 
খাঁচায় বন্দি তোমার লাল মুনিয়াটা
কত নিশ্চিন্তে থাকে তোমার উষ্ণ আদরে।
সময়ে অসময়ে তোমাকেই আঁকড়ে থাকা ওর।
তখন তাকে বড্ড প্রফুল্ল দেখায়
তুমি আলতো হাতে ছুঁয়ে দাও
ওর রঙিন ঠোঁট, নরম পালক।
খুব ইচ্ছে আমার-
ঐ লাল মুনিয়াটা হই!
 
কোনো একাকী মুহূর্তে,
মনের ভেতর জমে থাকা তোমার রিনরিনে কষ্টগুলো
তোলপাড় করে ঝড় তুলে ঐ বুকে
হায়! কেন তোমার ব্যথা হতে পারলেম না!
 
আমার খুব হিংসে হয় তোমার ছায়াকে।
সারাটাক্ষণ তোমার সাথেই
চলা-ফেরা, ওঠা-বসা তার।
এমনকি, এমনকি যখন ঘুমিয়ে থাক
সেও থাকে তোমার একান্ত সাথী হয়ে।
দেখো
আর জনমে তোমার ছায়া হয়েই জন্মাবো আমি।

লেখাঃ ফারহানা আক্তার

Scroll to Top