মাত্রতো কয়েকটা ঘন্টা
অথচ মনে হচ্ছে যেনো কতো কাল বয়ে বেড়াচ্ছি তোমাকে হারানোর ব্যথা।
এইতো সেদিন তোমার সাথে মুখোমুখি বসে কথা বলেছি লম্বা সময়।
অথচ তারপর কি থেকে কি হয়ে গেলো।
কেমন করে শুধু একটা প্রশ্ন, আর কিছু অদ্ভুত মুহূর্ত সব কিছু এলোমেলো করে দিলো।
প্রতিদিন সেই মুহুর্ত গুলো আমাকে কুঁড়ে কুঁড়ে কাঁদায়
আমার প্রতিটি প্রহর কেবল তোমার কথাই ভাবে।
কিন্তু আকাশ সমান অভিমান আমার হাতেপায়ে বেড়ি পরিয়ে দিলে্ও, মনের গহীনে
অভিমানের আড়ালে তুমি আছো,
আছে তোমার প্রতি আমার অন্য রকম একটা অনুভূতি
জানি না, এরই নাম কি তবে ভালোবাসা?
জানি আমার অভিমান আর তার আড়ালের সেই সূক্ষ্ম অনুভূতি তুমি কখনো বুঝবেনা তবুও
অজানা কারণেই তোমার জন্য আমার এই প্রতীক্ষা ।