দুর্যোগের বারতা

বিষয়টি নয় যা-তা
ঘূর্ণিঝড়ে উপকূলের
দুর্যোগের বারতা।

আহ্ !
জনজীবন অচল,
উড়ে গেলো ঘরের মাচা
খাট ছুঁইছুঁই জল।

বাক্স কাঁথা খড়ের আটি
পোষা প্রাণি মানুষগুলির
এক আস্তানায় ঘাঁটি।

দেখাও বাপু নেতাগিরি?
থামিয়ে দাও তো বায়ুর গতি!
বোঝা যাবে বাহাদুরি।
বেসামাল ,রেমাল

ইস্ !
ভাঙন মুখে রক্ষা বাঁধ
ঝড়ের ত্রাসে বিলীন আবাস
জলোচ্ছ্বাসে ক্ষতি অগাধ।

আগ্রাসী ঝড়-বন্যা কাণ্ড
অনাহারে প্রাণিকুল বিপন্ন
নিত্য পণ্য লণ্ডভণ্ড।।

বৃক্ষ বিধ্বস্ত নিঃস্ব প্রাণী
প্রকৃতি ভয়াল রূপ সংহারী
ফলাফলে সম্পদ হানী।

ঝড় শেষে অন্ন জোগান
সংবাদে আস্বস্ত আসছে ত্রাণ
স্লোগান হোক পাচ্ছি ত্রাণ ।

লেখাঃ মিতালী দেবী

Scroll to Top