আমার বসবাস নন্দিত ভালো বাসায়
আমিই সেখানে মহারানী,
আমি দাপটের সাথে সেখানে বসবাস করি
যদিও রাজার এক মিনিটের সিদ্ধান্তে আমার কোন অস্তিত্ব থাকেনা।
নন্দিত ভালো বাসার খাদ্যমন্ত্রীও আমি
আমার চেষ্টায় সকলের মুখের আহার জোটে,
তৃপ্তির ঢেকুর তোলে।
আমার ভাগ্যে কখনও কখনও অবশিষ্ট বলে কিছুই থাকেনা।
আমি বাস করি নন্দিত ভালো বাসায়
যেখানে রাতেও আমি ইচ্ছেমত ঘুমাতে
পারিনা।
আগে দায়িত্বের পাহাড় ঘাড় থেকে নামাতে হয়।
আমি চলি সর্বদা রানির বেশে
মূল্যহীন মুকুট পরে।
আমি সবার প্রয়োজনে থাকি সবাইকে আপন ভেবে।
নন্দিত ভালো বাসায় আমার কোন ঘর থাকতে নেই,
থাকতে নেই, আমার কোন আবদার,
নেই কোন অধিকার।