নারী

নারী।
কোমলতার এক প্রতিকৃৎ।
নারী
শক্তিমত্তার মজবুত ভিত্তি।
নারী
প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ ও লালনের
দ্বন্দহীন খনি ও সিঁড়ি।
নারী কেন অবলা হবে?
যে নারী মৃত্যুযন্ত্রণার চেয়েও বেশিগুণ
প্রসব বেদনা সয়।
মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করে জন্ম দেয়
শক্তিমান পুরুষ কিংবা
তারচেয়েও শক্তিময়ী নারী।
নারী কেন ধর্ষিতা হবে?
যে নারী প্রতিটি পুরুষের মা,বোন কিংবা
অর্ধাঙ্গিনীর মতোই সমান মর্যাদার।
নারী কেন এসিডদগ্ধ হবে?
যে নারীর রুপব্যাখ্যায় রচিত হয়
অগণিত সাহিত্য,প্রেমগাঁথা।
পথেপ্রান্তরে নারী কেন অনিরাপদ,
কেন ইভটিজিং এর ভয়?
অথচ,নারীর নিরাপত্তা নিশ্চিতকরণেই নাকি
পুরুষের পৌরুষত্বের জয়?
নারী মানেই শান্তি,নারীই সৌন্দর্য
নারী মানেই খুশি,নারীই আভিজাত্য।
নারী আছে বলেই পুরুষ পৃথিবী দেখে
অথচ,সেই পুরুষই নারীর বাধা?

এ কেমন সমাজ,এ কেমন মানবতা?

আঁখি বিনতে আলম

Scroll to Top