স্বপ্নারণ্য টানে, গোপনে নির্জনে
ছলনা বোঝেনা ললনা।
সারাদিন উদাসীন,বেদনা অন্তহীন
জীবন খতিয়ান মেলেনা।
সুশোভিত ভীত, অযাচিত অতীত
নিভৃতে ব্যথিত নিত্য ললিতা।
বেহাগের সুরে, রাতের গভীরে
অঝোরে অশ্রু ঝরায় ইরা।
কীভাবে ভুলিবে, কাটাবে নীরবে ?
উদ্ভ্রান্ত রবে, ভবে পূর্বা!
সুপ্রিয় বিদায়ে, আঁকড়িয়া মায়া
ক্ষয়ে যায় সময়ে সর্বজয়া।
চন্দ্ররশ্মি হেমা, নিলামে ‘মধুরিমা’
অগ্রিম অন্তিম অ্যালবাম!
ঠুনকো প্রেমের পরিণাম।