পিঙ্গল বর্ণ বিকেল

কটা পিঙ্গল বর্ণ বিকেল রুপোর সিড়ি বেয়ে উর্ধাকাশে উঠে গেলো,
কাশ্মীরি শাল জড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো ; তোমার আগমনী অপেক্ষায় সান্ধ্যবাতির উজ্জ্বলতা বৃদ্ধি পেলো।
রাত্রিজাগানিয়া শুভ্র ফুলেরা একে একে পাপড়ি উন্মোচনে ব্যস্ত!
তুমি আসবে,
এই  আবেশেই ঘুম ঘুম সমস্ত বিষন্নতা আঁধারে হারালো।
এত এত প্রাণোচ্ছাসের লগ্ন ভুলে তুমি কেমন আত্মভোলা হয়ে বেভোলা কার্ণিশে পা ঝুলিয়ে বসে থাকলে!
 

লেখাঃ খাদিজা শিরিন

Scroll to Top