আমার বাঙালি নারী
মুক্তি পেয়েছে রাজপথে আজ
রুখতে তাদের নারি।
বজ্রকণ্ঠের হুংকারে কাঁপে
যত পিশাচের দল,
নারী তুমি মহীয়ান
দৃঢ় মনোবল।
পায়ে পায়ে তাল মিলিয়ে
চলছে রাজপথে,
স্লোগানে স্লোগানে ঝড় তোলে তারা
হায়েনাদের দমাতে।
নারী তুমি একই অঙ্গে শতসহস্র রুপ,
আগুনঝরা দৃষ্টিতে তোমার
এ ধরা নিশ্চুপ।
মাতৃমূর্তি যখন তুমি
যেন কোমলমতী,
যুদ্ধের যখন দামামা বাজে
তুমিই যোদ্ধা, তুমিই সাথী।
অস্ত্রের মুখে পুরুষজাতি
তুমি যোগাও সাহস,
খেই হারা এই ধরা করো
পুনরায় নিরাপদ।
লেখাঃ আঁখি বিনতে আলম