আমাদের পাপগুলো তাপ হয়ে
ফিরে আসে জনজীবনে,
ফিরে আসে জনজীবনে,
কর্মের ফুল ফল রূপে ধরা দেয়
আসমানী অনল কিংবা নূহের প্লাবনে।
বেহিসাবি জীবনের
ভুলে ভরা খাতা,
খুঁজে পাওয়া যায়না
পূণ্যের পাতা।
দাজ্জালি ফেতনা
কে বল রুখবে,
আধমরা বোধ টুকু
আধমরা বোধ টুকু
কবে জেগে উঠবে?