মেঘ হলো পরিযায়ী বৃষ্টি বিবাগী
অমিয় ধারা যেন হয়েছে ফেরারি।
রৌদ্রতাপে গলে পিচঢালা রাস্তা
ভোগান্তি গরমে, এ-কি দুরবস্থা!
সূর্য তাপে পোড়ে মাঠের ফসল
রোদের তেজে ফোটে পানীয় জল।
প্রাণিকুল তৃষিত তীব্র খরায়
ওষ্ঠাগত প্রাণ মুক্তির উপায়?
জনমনে ভোগান্তি তপ্ত লু হাওয়ায়
দুর্ভোগে নাজেহাল চরম বিপর্যয়।
ত্রাহি-ত্রাহি রব ওঠে ওষ্ঠাগত প্রাণ
বরিষ ধারা পারে দিতে পরিত্রাণ।
দাবদাহে স্বাস্থ্যহানি শরীর দহন
প্রকৃতি বিপন্ন তাই রুক্ষ আচরণ।