বিলুপ্ত অতীত

মাঝেমাঝে ইচ্ছে করে
সুদূরে দেই পাড়ি,
জনমানব লোকালয়ের
সঙ্গে নিয়ে আড়ি।
ছিন্ন করি সকল মায়া
কাটিয়ে পিছুটান,
যাই হারিয়ে দূর দিগন্তে
হই হারানো গান।
যে বাঁশিতে বিষাদের সুর,
তা যেন না বাজে।
তানপুরাটা ছুঁড়ে ফেলি,
না পাই যেন খুঁজে।
হারমোনিয়াম বাজে না যেন,
রেওয়াজ করার নামে।
বিলুপ্ত হোক সকল অতীত

যেমন ছিলাম আগে।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top