বছরে একবার মৌসুমী ভালবাসায় আপ্লুত হয় হাওরকন্যা
উদ্ভিন্ন যৌবনা রূপবতীর মতো এই বৈশাখেই!
চৈতীসখা ওর নাকে পরায় বাদামফুলের নোলক!
পায়ে মটরশুটির ঘুঙ্গুর !
গলায় সাতরঙা ফসলের হাজার দানার সাতনরী হার!!
আষাঢ়ী ঢল এলে ষোলকলায় পূর্ণ হয় মৌসুমী উৎসব
হাওরকন্যার বুকে তখন
উথাল পাতাল ঢেউয়ের সাথে দোলে ভালোবাসার সাম্পান!
ভাসে ময়ূরপঙ্খী সাধের পানসি নৌকা।
আর আমি?
শ্রাবনধারার সাথে অঝোর ধারায় ভাসি
মায়াবী স্বপ্নে বিভোর।
দারুচিনি বন নয় বাদাম বনে ঘেরা
জলবন্দী একাকিনী নিভৃতচারিণী এক অচেনা দ্বীপের অধিবাসী
জলজ ভালবাসায় অভিসিঞ্চিত শুভ্র ভরণী বৈধব্যের নক্ষত্রের এক আশ্রিতা
তামসী রাতের হাওরীকন্যার প্রিয়তম।