পানির নাম জীবন, অপর নাম মরণ,
সেই পানিতে ভেসে মানুষ লড়ছে প্রাণপণ,
বন্যায় সব হারিয়ে যারা হয়েছে অসহায়,
রক্ষা করো হে দয়ালু, তুমিই ওদের সহায়।
সকল প্রশংসা তোমার হে দয়াময়,
ইহকালে পরকালে তুমিই সহায়,
রাহমানুর রাহীম তুমি দয়ার সাগর,
অসীম রহমতের শেষ নেই যাঁর,
বিশ্ব, মহাশূন্যের সবকিছুই তৈরী যাঁহার,
সব তারিফ সেই মহান আল্লাহ্ তাআলার
তুমি স্রষ্টা অদ্বিতীয় প্রভু মহীয়ান,
তুমিই জ্ঞানহীনে কর জ্ঞান দান।
তোমার ইচ্ছায় তৈরী মানব জাতি যত,
জ্বীন পরী ফেরেশতাগণদের সৃজিয়াছো কত,
শেষ এবং শ্রেষ্ঠ নবী মোহাম্মদ ( সাঃ ) প্রিয় তোমার
দরুদ সালাম তাঁরে হাজার হাজার
ইসলাম তাঁহার তরে দিয়েছো উপহার,
তাঁর দরুদ পড়তে হবে শত শত বার।
প্রকৃতির এই বির্পযয়ে তুমি রক্ষা করো মহান,
ধ্বংস হতে চলেছে তোমারই সৃষ্টি এই জাহান
এবাদত করি রাব্বুল আলামীন তোমার,
দয়া করে ক্ষমাশীল ক্ষমা করো মোদের।।
লেখাঃ নাজনীন রহমান