রুমীর আম্মা

রুমী-হারানো জননী অনেক সন্তানকে ফিরে পেয়েছেন। বললেন, শাহাদাত ওরাতো আমার রুমীর সঙ্গে মুক্তিযুদ্ধে ছিল। তার সঙ্গে অ্যাকশন করেছে। রুমী ফেরেনি। কিন্তু ওরা ফিরে এসে আমায় অক্লেশে ‘আম্মা’ বলে ডাক দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ওদের দাবিতেই আমাকে একাত্তরের দিনলিপি দিয়ে তৈরি করতে হয়েছে একাত্তরের দিনগুলি।
আমি বললাম, একাত্তরের দিনগুলি দেশ-কালের বেড়া ডিঙিয়ে কতদূর যে বিস্তারিত হয়েছে, তা কি আপনি জানেন না জাহানারা ইমাম? পশ্চিম বঙ্গের জনপ্রিয় কবি এবং উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর পূর্ব-পশ্চিম-এ আপনার নাম, রুমীর নাম উল্লেখ করে একাত্তরের দিনগুলির ওপর নির্ভর করে তৈরি করেছেন।
জাহানারা ইমামের মুখ কথাটিতে আনন্দিত হয়ে উঠল। বললেন, সুনীলও এসে বললেন একবার, মুক্তিযুদ্ধের ছেলেরা সকলে আপনাকে আম্মা বলে। আমিও আপনাকে আম্মা বলব। আমি কতবার পড়েছি আপনার একাত্তরের দিনগুলি। যতবার পড়েছি, ততবার আমার চোখ ঝাপসা হয়ে এসেছে, আবেগ আর বেদনার অশ্রুতে। আমিও আপনাকে আম্মা বলে ডাকব।

Scroll to Top