শরতের আনন্দ

শরতের সাদা মেঘ আকাশে ওড়ে,
সোনালী রোদ্দুর খেলা করে বিশ্বজুড়ে।
নদীধারে কাশবন কাশফুলে ভরা,
সবার খুশিতে আজি হাসে বসুন্ধরা।

শরতের অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে করেছে
মনোরম, উৎসবের আনন্দ পূর্ণতা দিয়েছে,
শিউলি, গোলাপ ফুল সুবাস ছড়ায়,
পাখিরা কলরব করে তরুর শাখায়।

দিঘিতে শালুক পদ্ম ফুটিল সকলি,
মধুলোভে দলেদলে চলে আসে অলি।
ভোমরও গুনগুন করে কমল কাননে,
খুশিতে পুলক জাগে পতঙ্গের মনে।

আকাশে বাতাসে ভাসে আনন্দের সুর,
সেই সুর মিলে যায় দূর হতে বহু দূর,
আমার মনেও সেই আনন্দের শিহরণ,
সব আশা হয়েছে আজ আমার পূরণ ।।

লেখাঃ নাজনীন রহমান

Scroll to Top