লেপ্টে যাওয়া কাজলটুকু তোমায় দিলাম,
যত্নে রেখো।
ভেজা চুলের তোয়ালেখানা
যত্ন করে শুকাতে দিও।
তোমায় দিলাম আধো ঘুমের
ঘোর অচেতন,
আগলে রেখো।
ঘুম ভাঙলেই নিয়ন্ত্রণহীন
উড়তে দিও।
এলোচুলে বেনিটুকু বেঁধে দিও,
একটুখানি ভালোবাসার সুযোগ দিও।
তোমায় দিলাম জীবনটুকু,
বয়ে নিও।
হাতের উপর হাতটি রাখার
স্পর্ধা দিও।
বড্ডবেশি কথার ছলে,
ঠোঁটের কোণে আঙুল ছুঁয়ে
থামিয়ে দিও।
আঙুলগুলো অস্হিরতায় ছন্নছাড়া,
হাত বাড়িয়ে একটুখানি ভরসা দিও।