রাষ্ট্র ভাষা বাংলা চাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন
রক্তের দাগ তোমাদের এই ত্যাগ হবে না কখনো অম্লান।
রক্তের দাগ তোমাদের এই ত্যাগ হবে না কখনো অম্লান।
সালাম বরকত জব্বার রফিক কত নাম না জানা ভাই,
তোমাদের প্রতি কৃতজ্ঞতা শত সহস্র সালাম জানাই।
এই রাস্তা ভাস্কর্য, ঝরা পাতার এই শহর স্মৃতির ভূমি
ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই ধরণী।
তোমরা ছাড়া হতো না সৃষ্টি এই সোনার বাংলাদেশ,
সবুজের বুকে লাল পতাকা গর্বের হাসি অন্তরে বসবাস।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেমন,
যুগে যুগে তোমরা বীর বাঙালি শ্রেষ্ঠ মায়ের সন্তান।