অকৃত্রিম সুন্দর

কালো মেয়ে সাহিত্যে সুন্দর
হয়ত কল্পনাতেও তাই।
কিন্তু কালোমেয়ে বাস্তবে
কোনকালেই গ্রহণযোগ্য ছিলোনা,
এখনও নয়।
সেকথা আজ নাইবা বললাম।
তবে,কালো হরিণ চোখ, মেঘকালো চুল
জোড়া ব্রু আরও কত কালো
হৃদয়মন্দিরে ঢেউ তুলতো
বাজনা বাজাতো প্রেমের।
সেই কালো আজ কোথায়?
কোথায় সেই ঢেউ খেলানো কালো চুল
পলকহীন তাকিয়ে থাকার চোখ আর
মুগ্ধ হওয়ার মতো জোড়া ব্রু?
আধুনিকতা আজ অনেককিছু দিয়েছে,
কেড়ে নিয়েছে সেই সাহিত্যে লেখা উপমা।
ইট পাথরের দেয়াল দিয়েছে নিরাপদ আশ্রয়
কেড়ে নিয়েছে বৃষ্টির শব্দ,
চাল বেয়ে নেমে আসা জ্যোৎস্নার আলো।
আজকাল চারপাশে এত সুন্দরের বাণিজ্য।
কিন্তু, সেই সুন্দর কোথায়?
যা চোখে দেয় স্নিগ্ধতা আর অন্তরে প্রশান্তি।
কোথায় সেই সুন্দর?
যে সুন্দরে লাজুকতা মিশে অলংকার হতো।
কোথায় সেই সুন্দর?
যে সুন্দরে কোমলতা প্রকাশ পেতো অবলীলায়।
আমি এক তৃষ্ণার্ত পথচারি,
এসো হে অকৃত্রিম সুন্দর,দেখা দাও
তোমার সুধায় তৃষ্ণা মিটাই
চোখ আর হৃদয়ের।
প্রশান্ত হোক মন, ফিরে আসুক সেই
উপমা মোড়ানো আমার কিশোরিবেলা।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top