প্রিয় প্রান্তিক,
এভাবে কেউ ভালোবাসেনি আমায়, হাতে হাত রেখে বলেনি; সারা জীবন আমার সাথে থেকো, অনেক ভেবেছি;
খুব গভীরে, হ্নদয় দিয়ে, এভাবে কেউ কেন ভালোবাসেনি আমায় আগে?
অর্ধেক জীবন আঁধারে ডুবে আলো তো পেলাম সবে, যুগে যুগে চেয়ে এসেছি তোমায়, আপন করে পাবো কিনা জানিনা, স্বপ্নের মাঝে মাথায় হাত বুলিয়ে কেউ তো সান্ত্বনা দেয়নি আমায়, বলেনি; ওগো তোমায় ভালোবাসি,
আমার জন্য এমন কেউ ছিলো, বিশ্বাস হয়নি, মনপ্রাণ দিয়ে আমিও তোমার হয়ে গেলাম, তারপর? সব স্বপ্ন আমার ভেঙে গেলো, তুমি চলে গেলে অনেক দুরে। আর একজনকে মন দিয়ে, ভুলে গেলে আমাকে? সেই সব মধুর স্মৃতি মনে করে নিশুতি রাতে ঘুম হীন চোখ দিয়ে ঝরে পড়া নীরব অশ্রু কেউ দেখে না, স্তব্ধ প্রহর কাটে আমার তোমার স্মৃতিচারণে, আমার বেঁচে থাকার অবলম্বন কি? কে বলবে ।।
ইতি,
তোমার আমি
লেখাঃ নাজনীন রহমান