আমি একটি নিষ্পাপ হাসির জন্য
আজন্ম অপেক্ষারত থাকবো,
একটি বিশ্বস্ত হাতের দৃঢ় বন্ধনের জন্য
আমি আজন্ম প্রতিক্ষায় পথপানে চেয়ে রবো,
আমি একটু মুগ্ধ দৃষ্টির খোঁজে চিরকাল
সূর্যোদয় আর সূর্যাস্তের সাথে পেয়াদা পাঠাবো,
আমি আজীবন একা থাকবো,
তবুও কোন ভুল মানুষের আঙ্গুলের আলিঙ্গনে
আমার আঙ্গুল জড়াবো না,
তবুও কোন কুদৃষ্টির সামনে আমার
কাজল লেপ্টানো চোখ পেতে দেবোনা,
তবুও কোন প্রেমহীন শরীরের অস্তিত্বে,
আমার নাম লেখাবো না।
আমি আজন্ম প্রেমের চাষাবাদ করবো,
কিন্তু আপন আলোয় কোন অমাবস্যা তিথির
আগমন আমি মানবো না।
লেখাঃ আঁখি বিনতে আলম