মানব জন্ম আর চাইনা আমি,
তবুও আসতে চাই ফিরে
ভেজা মাটি সোঁদা গন্ধ মাখা,
এই বাংলার নদীর তীরে।
আমি হতে চাই শ্বেত পারাবত।
শান্তির বার্তা বুকে নিয়ে,
আকাশের বুকে বিচরণ করে পৌঁছে যাবো,
প্রিয় এই বাংলার প্রতিটি ঘরে।
ভোরের শিউলী ফুলও হতে পারি,
মখমল সবুজ শিশিরভেজা ঘাসে,
সুবাসিত সতেজ ঝরে পড়া একরাশ ফুল
কিশোরীর পেলব হাতে তুলে নিয়ে মালা রচনা,
এমনই কিছু আমি হতে চাই-
যা মানুষের মনে আনে অফুরন্ত খুশী আনন্দ,
এ জীবনে চেয়েছিলাম শান্তি-সুখ পেতে
সবুজ সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে,
বিলিয়ে দিয়ে ধন্য মানব জীবন আমার
সার্থক হবে, তাই আবার জন্ম নিয়ে আসবো
এই ধরণীতে, আমাকে খুঁজে দেখো,
আমাকে নিশ্চয়ই পাবে মনে রেখো।
লেখাঃ নাজনীন রহমান