আমার মন

সুনীল সাগর তীরে বালুচর ঘিরে ঘিরে
কত খেলা খেলে ঢেউ, কিছু নিয়ে যায়,
কিছু দিয়ে যায়, ঝিনুক – শামুক
জড় করে দেয় কোলে, জীবনের লেখা
দেখা ও অদেখা স্মৃতির লহরী তুলে,
তীরে এসে সাগরের বুকে আবার যায় চলে

বার বার আসে ফিরে জীবনেরও এই খেলা,
বিশাল নীল আকাশে কত নক্ষত্রের ঝিলমিল,
পূর্ণিমার ঘন দুধের সরের মত জ্যোৎস্না,
আলো কি অপরিসীম অভূতপূর্ব অনুভূতি
আমার একখানা মন যে আনন্দে ভরে থাকে,

প্রকৃতির রূপ রস সুগন্ধ ছড়িয়ে যায় অপরূপ
এই ধরণীতে, চেয়ে চেয়েও ভরে না যে মন
আমার একখানা মন ময়ূরের মত পেখম মেলে
ঐ নীলাকাশে যায় হারিয়ে, এই গহীন সাগরের,
অতলে পান্না সবুজ শৈবালের কারূকাজে মুগ্ধ,
হয়ে আবেশে যায় হারিয়ে; কি সুন্দর এই জীবন,

ধন‍্য আমি জন্মেছি এই পৃথিবীতে, সৃষ্টির সেরা
হয়ে আবেগের ডালি নিয়ে মন দিতে ও নিতে,
আমার এই একখান মন সঁপে দিলাম তোমাকে।

লেখাঃ নাজনীন রহমান

 

Scroll to Top