আলতা রংয়ের আগুন

 

কি নিদারুণ নিষ্ঠুর নিয়তি
কপালের ঘামে জবজবে ভেজা শোক
চোখে, নাকে, গালে ঠোঁটে
জেগে ওঠা খুন হওয়া স্পর্শের ছাপ
আলতা রঙের আগুন
গিলে খেয়েছে বিশ্বাস
ছন্নছাড়া আমি হারিয়েছি দিক
হাতরে মরছি রোজ
যে নহরে ধুয়ে মুছে
জখমগুলো হবে নিঃশেষ
করছি তার খোঁজ।
সিগন্যালের লাল নীল বাতিতে
গাড়ির পেছনে জ্বলে থাকা আলোতে
ভেজা শহরের রাস্তার বাকে
কপোত কপোতির ঠোঁটে
জ্বলে থাকা আশার প্রদীপে
বটবৃক্ষের ছায়ায় জিরিয়ে নেওয়া
ফেরিওয়ালার সাজানো বাহারি পসরার
বসন্তের প্রত্যেয়ে হয়ে অবুঝ
আমি খুঁজে মরছি রোজ।

 

 

Scroll to Top