ওরে দোলনচাঁপা
থাকিস কেন একা ?
কোথায় গেলে পাবো
কাঁঠালচাপার দেখা ।
চিরসুখী সূর্যমুখী
শির দাঁড় নত,
অমলিন হাসির ভাঁজে
আছে কিছু ক্ষত ।
ওরে হাস্নাহেনা
বিলাসনে আর ঘ্রাণ ,
সুগন্ধে মাতোয়ারা
সর্প নাগের প্রাণ ।
ওরে ঝরা শিউলী
আয় জুঁই চামেলী ,
একসাথে কব কথা
বিরহ- ভুলি ।