কথা কওনের লাইগা একটা মানুষ চাই-
যার কাছে আমি মন খুইলা আমার সব সপনের কথা,
মনের কথা কইবার পারুম,
হের লগে কথা কওনের সময়
আমার কিছু ভাবতে হইবো না,
কিছু লুকাইয়া কইতে অইব না।
হ্যার কাছে আমি য্যান একখান
খোলা বইয়ের লাহান।
কনো এক পুনাইয়ের রাইতে
হ্যার লগে নাও ভাসামু দরিয়ায়
চান্দের আলো ঝলমল করব দরিয়ার পানিতে
আর আমি হ্যার পাশে বইসা
আমার সব কথা কমু।
কইতে কইতে যহন দুই চোক্খের পানিতে
ভাসব আমার গাল
সে তখন পরম মমতায় আমার চোখের পানি মুছায়া দিব।
আবার যহন কোনো সুখের কথায়
হাইসা উঠুম খলখল কইরা
সে তখন অবাক হইয়া আমার দিকে চাইয়া থাকব।
মনে মনে কইব
মাইয়াটা পাগল নাহি?
হ সত্যই আমি পাগল।
আমি পাগল ক্যান হইছি হুনবার চান?
জানি আফনার আর সময় নাই।
সময় নাই আমার যতো আজাইরা প্যাচাল হুনোনের
সময় নাই একবার একটু নজর দিয়া এই চোখের দিকে
চাইয়া তার ভাষা বুঝোনের
সময় নাই আমার হাতটা ধইরা ঐ দরিয়ায় নাও ভাসানের
আর তাইতো
এই জীবনে আমার আর কথা কওয়া হইলো না।
বুকের মইধ্যে কত্তো কথা তা চাপা পইরা রইলো
আমার কথা কারো শোনার সময় নাই
পুন্যিমার রাইতে দরিয়ার জলে
আমি আর আমার কথা ভাইসা গেলাম।