তুমি যখন থেকে বলতে শুরু করেছো
তখন থেকে আমি চুপ হয়ে গেলাম,
তোমার সব কথাগুলোই আমার ভালো লাগে
তোমার বকবক গুলো আমার ভালো লাগে।
তোমার নিঃশব্দে হৃদয়ের কম্পন গুলো
আমাকে বারবার দুলিয়ে দেয়।
আমি বারবার বলতে গিয়ে ও থেমে যাই
একটি কথা যদি তোমার কম শোনা হয়ে যায়
আমি তোমার কথাগুলো শোনার অপেক্ষায়
অনন্ত অসীম কাল ধরে যেন এই প্রহর গুনা ।
না বুঝে একবার হারিয়ে ফেলেছি তোমায়
ফেলে আসা আমার সে শৈশবের ক্ষণিক,
সেখানে মিশেছিল অবলীলায় বলা না বলা
যত কথা মালা।
তুমি শ্রাবণ থেকে যত কথা বলে যাবে
বর্ষা অব্দি, হেমন্ত এসে ঠেকবে
আমি ঠাই দিব আমার হৃদয়ের গহীনে
সকল পুলকিত কথাগুলো ভাঙ্গা আবেগে।
তুমি আবারও বলবে বারবার বলবে
আমি কান পেতে রই , ভালোবাসি তোমাকে।
শরতের আহবানে আমার ওই কাশফুল
সাদা শাড়িতে লাগছে কেমন ,
তুমি বলতে বলতে যখন থমকে যাবে।
না হয় কিছু কথা বলবো তখন ,
হাতখানি রেখে হাতে একটু অবসর।
লেখাঃ বিবি ফাতেমা বেনোজির