কবিতারা এখন আর আসে না

কবিতারা এখন আর আসে না
সময়ের অভিমানে, না-কি
অবহেলার দায়ে
দূরে সরে থাকে?

ভাবেরা কলমের অপেক্ষায়
হৃদয় অনুভূতির প্রতীক্ষায়
জীবন উপভোগের সমীক্ষায়
ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে।

মাঝে মাঝে ঘুমের ঘোরে আসে।
আসে রাতের আঁধারে।
কলাপাতার উপর ঝিরিঝিরি বৃষ্টির শব্দে।
বর্ষায় মাটির ঘ্রাণে,
রৌদ্রতপ্ত দুপুরে।

কালবৈশাখীর বিকেলে
অবচেতন ঘোরের মাঝে
মনের কোণে উকি দেয়।
দু-চারটে ছন্দময় বাক্য।
কতগুলো আবেগাসিক্ত শব্দ।
তারপর?

মুহুর্তের শেষ সমাপ্তিতে…
ভাবেরা যখন পাতার ন্যায় ঝরে যাই।
সন্ধ্যায় অস্তমিত সূর্যের মতো
নতুন করে শুরু হয় জীবন।

কবিতারা চলে যায় আকাশে।
মেঘেদের স্তর ভেদ করে মহাকাশে,
হয়তোবা আরো দূরে-
অতি দূরে কোথাও।
যেখানে বহু সাধের পরও
তার স্পর্শ পাবে না কেহ।

 

 

Scroll to Top