কবিতার নাম মুগ্ধতা

সূর্যের প্রখর তাপের মতো তীব্র
শিশিরে ভেজা সবুজ ঘাসের মতো স্নিগ্ধ,
নদীর উত্তাল ঢেউয়ের মতো বহমান
আবার তুষারে পর্বত ঢেকে থাকার মতো আবদ্ধ।

শৈশবের কোনো এক চারা বৃক্ষের মুগ্ধতা
তবুও সময়ের স্রোতে তার মিলিয়ে চলা,
নিজেকে পৃথিবীতে বাঁচার উপযোগী করে তোলা
সব পূর্ণতা, তবুও হদয়ের প্রতীক্ষা।

কি উপাধি দেয়া যায় একে ?
জানা নেই আমার!
শুধু  দিন, মাস, বছর নয়
যুগের পর যুগ এক প্রশস্ত মনের
নিরব, নিঃস্বার্থ, বিশ্বস্ত অপেক্ষার।

Scroll to Top