আমার কষ্টগুলো আমারি থাক্
অল্প, অল্প করে কষ্টগুলো পুষে রাখি।
এরপর, একদিন না হয় তাদের ছেড়ে দেব,
প্রচন্ড খরতাপে কষ্টগুলোকে পুড়তে দেব।
পুড়তে পুড়তে যখন ছাই হবে,
তখন না হয় কষ্টগুলোকে বাতাসে উড়িয়ে দেব।
মুক্ত বাতাসে কষ্টগুলো উড়ে বেড়াবে তাদের ইচ্ছেমত।
উড়তে, উড়তে যদি কখনো বৃষ্টির দেখা পায়,
অভিমান রেখে ভিজবে হয়তো।
ভিজতে গিয়ে যদি কখনও কষ্ট গুলো শীতল হয়
তখন না হয় এসো।
এখন না হয় আমার কষ্টগুলো আমারি থাক্
তোমার অপেক্ষাতেই কষ্টেরা পূর্ণতা পাক।