চিঠি

সব চিঠিতেই লেখা থাকতে হবে কেন?
কিছু চিঠিতেতো হৃদস্পন্দন ও থাকতে পারে।
সব চিঠির ভাষা কেন হতে হবে ছন্দময়?
কিছু চিঠি হতেও পারে আলগোছে।
চিঠি,সেতো কাব্য নয়,কবিতাও নয়।
চিঠি মানেই মনের কথা,
ব্যাকুল-আকুল কল্পকথা।
চিঠি মানে  অভিমানের অবসান।
সব চিঠি কেন হবে পরিপাটি, গোছানো?
কিছু চিঠি হতেও তো পারে
দুমড়ানো,মুচড়ানো, লোকভয়ে লুকানো।
সব চিঠির পিয়ন কেন থাকতে হবে?
উড়োচিঠি কি পারেনা আসতে
পায়রার পায়ে সুতোয় বেঁধে।
চিঠি, সে কি আসতে পারেনা
কনকনে শীতে অচেনা প্রেরক হতে,
কিংবা কোন এক গোধূলি বেলায়,
অচেনা রানারের হাত ধরে?
অথবা অপ্রত্যাশিত ডাক যোগে?

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top