চায়ের কাপ

আমি চা তেমন একটা পছন্দ করি না,

কিন্তু সুন্দর সুন্দর জোড়া চায়ের কাপ পছন্দ করি।

অনেক ব্যস্ততার মধ্যে যখন,

সঙ্গীর সাথে চায়ের কাপ নিয়ে বসা হয়!

দুজনের সারাদিনের ব্যস্ততা জেনো দূর হয়ে যায়।

পাখিদেরও সঙ্গী হয়!

কি সুন্দর বিষয়,তাই না!

কিন্তু তারা সারাদিন এক সাথেই থাকে,

কি সুন্দর তাই না!


লেখাঃ আয়েশা আক্তার

Scroll to Top