মেয়েটি তার নরম চোখ তুলে বলে
মন ভালো নেই
নিয়তি তখন তির্যক হেসে
ফিরে তাকালেন আমার দিকে।
আমি থতমত চুপ।
কী করে বলি, আমিই সেই দুঃখ,
ব্যাথাতুর প্রাণ, জেগে থাকি একা
স্বপ্নের অগোচরে।
সোনা মেয়ে একদিন পাবি তুই
সোনার কাঠি-
দীর্ঘ ঘুমের বিনিময়ে খুঁজে পাবি
বসন্ত একদিন।
সেই সুখ, সেই রূপকথা
লেখা থাক কপালে তোমার
রাজটিকা হয়ে।
আমি শুধু জেগে থাকি একা
কালের ইতিবৃত্ত নিয়ে;
আমার স্বপ্ন ভেসে যাক
প্রত্যাশার বেনোজলে।