জানি,তুমি আছো।
যেভাবে থাকে ফুলের সাথে সুবাস,
চাঁদের সাথে জ্যোৎস্না,
সূর্যের সাথে কিরণ।
তুমি আছো, বুঝতে পারি
যখন কালবৈশাখী ঝড় হয়,
যখন ঈশান কোণে মেঘ জমে,
ঝরা পাতার মরমর শব্দে যখন
গাছেদের নিঃস্ব হওয়া দেখি
বুঝতে পারি তুমি আছো।
কবিতার খাতা যখন খালি পড়ে রয়,
ছন্দগুলো যখন এলোমেলো প্রলাপ বকে,
মস্তিষ্ক যখন ধিক্কার দেয় নিজেকে
বুঝে যাই,তুমি আছো,
তুমি আছো জড়িয়ে আষ্টেপৃষ্ঠে,
যেখানে থাকার কথা ছিলো ভালোবাসা,
যেখানে জমতো অহেতুক কথার আসর।
অথচ দেখো!!!
সেখানে আজ পড়ে আছে অবহেলা।
পড়ে আছে ভালোবাসার খেলাঘর।
পড়ে আছে এক অতৃপ্ত আত্মা।
তবুও প্রেম স্বর্গীয়,
তবুও প্রেম প্রার্থনার মতোই মূল্যবান।
তবুও মানুষ প্রেমে পড়ে,
প্রেমে পড়ে অনুভূতির।
একান্ত নিজের বলে যা দৃঢ় ও সুস্হির।
লেখাঃ আঁখি বিনতে আলম