জলস্রোতে ভেসে যাচ্ছে মানবতা
জাতি দেখলো জলদস্যুর বর্বরতা।
প্রতিবেশিরা অট্টহাস্যে করছে তিরস্কার
গগণবিদারি আর্তচিৎকারে কিছুই
যায় আসেনা তার।
বন্ধু বলে পিঠেই মারলি ছুরি,
বাঙালি আজ বুঝেই গেলো
তোদের ছলছাতুরি।
পানিই নাহয় দিলি ছেড়ে
রাতের আঁধারে,
রক্ত দেয়া জাতি মোরা
প্রাণ বাঁচাতে প্রাণের বাজি
ধরছি অকাতরে।
শুকনো বিছানা পড়ে আছে
থালার খাবার থালে,
গড়তে হবে দেশ, বাঁচাতে হবে প্রাণ
এই দৃঢ়তায় ছুটে চলে
বাঙলার দামাল ছেলে।
মা বোনেরা প্রার্থনাতে করছে দোয়া কত!!
কৃপা করো স্রষ্টা মোদের,
গুঁড়িয়ে দাও কালো হাত
প্রতিহিংসা যত।।
লেখাঃ আঁখি বিনতে আলম