আমার ভীষণ বলতে ইচ্ছে করছে
আমার অসুখ করেছে,
ভীষণ বলতে ইচ্ছে করছে
আমার ভীষণ জ্বর।
আমার খুব কান্না পাচ্ছে
তোমার ও কি মন খারাপ,
নাকি তুমি ও জ্বরের মতো
অযাচিত ভাবে আসো আর
দুঃখ দিয়ে ভুলে যাও?
তোমার ও কি মাঝেসাঝে হৃদয় পোড়ে,
তোমার শূন্যতারা কি কভু খুঁজে আমায়,
নাকি তারা ও তোমার মতো
অযাচিতভাবে আসে আর
দুঃখ দিয়ে ভুলে যায়?
আমার বালিশে জমা হয়
অশ্রুভরা ভাঙা ঘুম,
প্রচন্ড শীতে ও আমার গায়ে
চাদরে মোড়া জ্বরের ওম।
তারচেয়ে ও উষ্ণ হৃদয়
তুমি হারা পুড়ছে খুব,
তোমার ও কি পুড়ে একটু
তবে যে তুমি এমন চুপ?
লেখাঃ আঁখি বিনতে আলম