আমি পুরুষ;
আমি ধর্ষক নই, অসহায় এক ধর্ষিতার পিতা
আমার সামনে আগুনে জ্বলছে মেয়ের চিতা,
আজও তবু হয় সকাল, আসে বিষন্ন সন্ধ্যা,
এখন ভাবি, ভালোই হোতো যদি স্ত্রী হোতো বন্ধ্যা,
আমি পুরুষ;
ধর্ষক নই, ঐ পাষন্ড ধর্ষকটার হতভাগ্য পিতা
যদি জন্মমাত্রই জ্বালিয়ে দিতাম দানবটার চিতা,
অকালে শেষ হয়ে যেতো না কোনো নির্যাতিতা,
জ্বলছে আগুন আমার বুকে, নিভাতে না পারি,
অনুতপ্ত মা বলছে, কেন হলাম না বন্ধ্যা নারী,
আমি নারী;
একাধারে কন্যা জায়া জননী, আল্লাহর সৃষ্টি নেয়ামত আমরা,
পুরুষ ভালোবাসে, দেয় নিরাপত্তা, আবার লাঞ্চিতও করো তোমরা,
নির্যাতিতার হাহাকার তোমরা কি শুনতে পাও?
যৌতুকের নামে নিপীড়ন করো, লালসার আগুনে পুড়িয়ে দাও,
মায়ের পায়ের নীচে যে সন্তানের জান্নাত নির্ধারণ করেছেন প্রভু,
সেই মায়ের জাতকে অসম্মান করতে ভাবনি
তোমরা কভু ।।