তারা কেন হলো এতই অবুঝ ?

আজি এ বিনয়ের বানে,
ঈশান কোণে বাজছে শোনো
গুড়গুড় ক্ষীনমেঘে।

আজ নিশ্চিত টুটবে বাদল
কিংবা নামবে ধারা
প্রবল প্রলয়বেগে।

যেখানে ছিল কাল,
আলাল দুলাল করতো ভক্তি জনে,
সেখানে কেন আজ
হলো এ অকাজ;

ভুলে সেসকল প্রণয়
আজ তারা যে দাঁড়িয়ে
আছে মস্ত কাঠগড়ায়।

তারা কেনো হঠাৎ করে
ছুটছে স্বার্থের পিছু,
একসময় তো তাদেরওছিল
গুরুভক্তি কিছু।

যদি কষ্টিপাথর দিয়েও তাদের
হৃদয় করা হয় চকচকে সোনা,
তবুও চকচক করলেই
হয় না তো সোনা।

কেনো হলো এপরিণতি?
তবে কী বলব ,
এ সেইসব গুরুর নিয়তি!

এই হতভাগাদলের জনক
তাদের কিছু বলতে গেলে ;
ওঠে দিয়ে চমক।

আজ তারা শুধু গুরুকে নয়
করছে সকলের অবমাননা,
তারা কেন হলো এতই অবুঝ ?
তারা কী জানেনা তাদের ঠিকানা?

লেখাঃ খন্দকার লাইবা হক

Scroll to Top